আমাদের দেহের থাইরয়েড গ্রন্থি বিভিন্ন জটিল কার্যক্রমের জন্য দায়ী তাই যেকোনো উপায়ে একে ভাল রাখা অনেক গুরুত্বপূর্ণ । সারা বিশ্বে লক্ষ লক্ষ ম...
আমাদের দেহের থাইরয়েড গ্রন্থি বিভিন্ন জটিল কার্যক্রমের
জন্য দায়ী তাই যেকোনো উপায়ে একে ভাল রাখা অনেক গুরুত্বপূর্ণ । সারা বিশ্বে
লক্ষ লক্ষ মানুষের মাঝে রয়েছে থাইরয়েড সমস্যা। অনেক সময় কারো ক্ষেত্রে
প্রয়োজনের অতিরিক্ত কার্যকরী আবার অনেক সময় তা প্রয়োজনের চেয়ে অনেক কম
কার্যকরী অর্থাৎ কার্যকরভাবে এর কাজ সম্পাদনে ব্যার্থ।
তাই থাইরয়েড গ্রন্থি
থেকে সন্তোষজনক পর্যায়ে কাজ পেতে হলে কিছু কাজ এখনই শুরু করতে পারেন।
থাইরয়েডের সঠিক কার্যক্রমের উপর আমাদের দেহের সামগ্রিক স্বাস্থ্য ও এর
কার্যক্রমের উন্নতি নির্ভর করে। থাইরয়েড গ্ল্যান্ডের বিভিন্ন ধরনের হরমোন
নিঃসরণের উপর দেহের বিভিন্ন ধরনের কাজ সঠিকভাবে সম্পন্ন হওয়া নির্ভর করে।
যদি থাইরয়েড গ্ল্যান্ড খুব বেশি হরমোন নিঃসৃত করে তাহলে বুঝতে তা প্রয়োজনের
অতিরিক্ত কার্যকরী। আবার যখন প্রয়োজনের তুলনায় কম হরমোন নিঃসরণ করে তখন তা
কম সক্রিয়। এই দুই অবস্থাকেই থাইরয়েডের কর্মহীনতা বলে। থাইরয়েড গ্রন্থির
এই দুই অবস্থাতেই হরমোনের মাত্রা তীব্রভাবে পরিবর্তনের ফলে তা দেহের উপর
মারাত্মক প্রভাব ফেলে এবং তা সঠিকভাবে কাজ করতে পারেনা। উন্নত মানের
জীবনযাপনের জন্য থাইরয়েডের সমস্যা দেখা দেয়ার সাথে সাথে তা ঠিক করা জরুরি।
থাইরয়েড গ্রন্থি সঠিকভাবে কাজ করার জন্য কিছু ভেষজ উদ্ভিদ ঔষধ হিসেবে কাজ
করে। যখন দেহে থাইরয়েড সঠিকভাবে কাজ করে তখন দেহতন্ত্র ও এর কাজগুলো
সাধারণত সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়। দেহের কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করতে
থাইরয়েড হরমোন সাহায্য করে। যেমন-
- ইলেট্রোলাইট পরিবহন
- পেশী ও কার্ডিয়াক কার্যকলাপ নিয়ন্ত্রণে রাখা
- হাড়ের পুনর্গঠন
- শিশু বয়সের বৃদ্ধি নিয়ন্ত্রণ
- মহিলাদের মাসিক চক্র নিয়ন্ত্রণে সাহায্য কর
- কোষীয় প্রোটিনের সংশ্লেষণ
- শরীরের খাবার গ্রহণ করার ও তা শক্তিতে রুপান্তর করার ক্ষমতাকে নিশ্চিত
করা
- বিপাক ক্রিয়া নিয়ন্ত্রন করা
- বিটা ক্যারোটিনকে রুপান্তরিত করে ভিটামিন এ তৈরি করা
- মানসিক অবস্থা নিয়ন্ত্রণে সাহায্য করা
থাইরয়েডের ভারসাম্যহীন অবস্থা নিয়ন্ত্রণে সাহায্য করে কিছু প্রাকৃতিক ভেষজ
উপাদান। এই ভেষজগুলো কেউ চাইলে এমনিতেই খেতে পারে অথবা চা তৈরি করে অথবা
ক্যাপসুল বা ঔষধ হিসেবে খেতে পারে।তাই থাইরয়েড গ্রন্থির থেকে সবচেয়ে বেশি
উপকারিতা পাওয়ার জন্য সঠিক পরিমানে সেসব ভেষজ ঔষধ গ্রহন করা খুবই
গুরুত্বপূর্ণ। থাইরয়েড স্বাস্থ্যকে উন্নত করতে সবারই উচিত এসব ভেষজ উপাদান
গুলো সম্পর্কে জেনে রাখা এবং যে উপাদানটি যার জন্য ভালো কাজ করে তা গ্রহণ
করা।
COMMENTS