ডায়াবেটিস রোগীরা রক্ত দিতে পারেন কিনা এ ব্যাপারে অনকেরেই স্বচ্ছ ধারনা নেই। অনেকেই মনে করেন ডায়াবেটিস রোগীরা রক্ত দিতে পারেন না। তবে বিশে...
ডায়াবেটিস রোগীরা রক্ত দিতে পারেন কিনা এ
ব্যাপারে অনকেরেই স্বচ্ছ ধারনা নেই। অনেকেই মনে করেন ডায়াবেটিস রোগীরা রক্ত
দিতে পারেন না। তবে বিশেষজ্ঞরা বলছেন রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক
থাকলে ডায়াবেটিস রোগীরাও রক্ত দিতে পারেন।
ভারতের ডায়াবেটোলজিস্ট সঞ্জয় রিড্ডে
বলেছেন, সুস্থ অবস্থায় রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক থাকলে ডায়াবেটিস
রোগীরা রক্ত দিতে পারেন। টাইপ ওয়ান (রক্তে ইনসুলিন থাকে না) ও টাইপ টু
(রক্তে ইনসুলিন শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে পারে না) উভয় ক্ষেত্রেই রক্ত
দেওয়া সম্ভব। তবে রোগী যদি পূর্বে বেভিন ইনসুলিন নিয়ে থাকেন তাহলে রক্ত
দেওয়া থেকে বিরত থাকা উচিত।
অন্যদিকে ডায়বেটিসের কারণে যদি চোখ, রক্ত জালিকা বা কিডনির ক্ষতি না হয়ে থাকে তাহলে কোনো জটিলতা ছাড়াই রক্ত দিতে পারেন।
ডায়াবেটিস রোগীদের রক্ত দেওয়ার আগে যা করা উচিত :
পর্যাপ্ত ঘুমাতে হবে।
পুষ্টিকর খাবার খেতে হবে।
পর্যাপ্ত পানি পান করতে হবে।
রক্ত দেওয়ার পরে যা করা উচিত
রক্তে শর্করার মাত্রা সব সময় পরীক্ষা করতে হবে।
পুষ্টিকর খাবার খেতে হবে।
ডাক্তারের পরামর্শ নিতে হবে।
COMMENTS