ওজন কমানোটাকে ভারী পরিশ্রমের কাজ ভাবেন অনেকে। নিজের কাজ সেরে এরপর প্রতিদিন জিমে সময় দেওয়া, তার ওপর স্বাস্থ্যকর খাবার খাওয়া! এতসব কাজ সামলা...
ওজন কমানোটাকে ভারী পরিশ্রমের কাজ ভাবেন অনেকে। নিজের কাজ সেরে এরপর প্রতিদিন জিমে সময় দেওয়া, তার ওপর স্বাস্থ্যকর খাবার খাওয়া! এতসব কাজ সামলানো যায়? সময়ের অভাবে যারা ওজন কমাতে মনোযোগ দিতে পারছেন না, তাদের কাজে আসতে পারে জিরা জল । জিরা জল তৈরি করা যায় খুব কম সময়ে, আর তা দারুণ কার্যকরী! ওজন কমানোর পাশাপাশি সার্বিক স্বাস্থ্যের উপকারে আসে এই পানীয়টি। দেখে নিন, কী কী উপায়ে জিরা জল আপনার কাজে আসে-
১) জিরা জল হজমে সহায়তা করে
এই মশলাটি পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে। ডায়রিয়া, বমি, মর্নিং সিকনেস, পেট ফাঁপা ও কোষ্ঠকাঠিন্য কমায়। কার্বোহাইড্রেট, ফ্যাট ও গ্লুকোজের পরিপাক ত্বরান্বিত করে জিরা।
২) জিরা জলে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট
জিরা জলে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। ফলে তা শরীর থেকে টক্সিন বের করে স্বাস্থ্য ভালো করতে কাজে আসে। এর জন্য সারা রাত জিরা জলে ভিজিয়ে রেখে সকালে জল টা পান করতে পারেন। এতে লিভারের উপকার হয়, গ্যাস, এসিডিটি ও পেট ফাঁপা কমে।
৩) রোগ প্রতিরোধ ক্ষমতাকে সবল করে
জিরা জল আয়রনের একটি ভালো উত্স। আয়রন রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো রাখার জন্য জরুরী। এছাড়া এতে ভিটামিন এ এবং ভিটামিন সি আছে। নিয়মিত জিরা জল পানে রোগজীবাণুর বিপক্ষে শক্তিশালী হয়ে ওঠে শরীর।
৪) ঘুমের সমস্যা দূর করে
জিরা জল মূলত ওজন কমাতে সাহায্য করে। অতিরিক্ত ওজনের একটি পার্শ্বপ্রতিক্রিয়া হলো ইনসমনিয়া বা অনিদ্রা। ওজন কমানোর মাধ্যমে অনিদ্রা দূর করতে পারে জিরা জল
৫) ডিটক্স হিসেবে কাজ করে
জিরা জলে ফাইবার বেশি থাকায় তা শরীর থেকে টক্সিন দূর করতে কাজে আসে। এছাড়া তা ডিহাইড্রেশন দূর করে শরীর ঝরঝরে করে। এতেও ওজন কমে।
জিরা জল জল করতে চাইলে প্রথমে এক গ্লাস জলে দুই চা চামচ জিরা দিয়ে ফুটিয়ে নিন ১০ মিনিট। এরপর এই জল ঠাণ্ডা করে পান করুন।
COMMENTS